চুরি কাকে বলে

চুরির ৫ টি উপাদান

বিবিধ আইন

দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৮ ধারা অনুসারে চুরি বলতে আমরা যা বুঝি তা হচ্ছে, যদি আপনার কোন অস্থাবর সম্পত্তি আপনার সম্মতি ব্যতীত আপনার দখল থেকে অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে কোন ব্যক্তি আপনার উক্ত অস্থাবর সম্পত্তিটি অপসারণ বা স্থানান্তর করে, তবে তা চুরি বলে বিবেচিত হবে। এক্ষেত্রে আপনাকে উপরে উল্লেখিত পাঁচটি উপাদান যাচাই-বাছাই করে, তারপর চুরি হয়েছে কি হয় নি সেই সিদ্ধান্তে উপনীত হতে হবে। চুরির সংজ্ঞায় পাঁচটি উপাদান উল্লেখ করা হলেও পাঠকের সুবিধার্থে আমরা সেগুলোকে আলাদা করে নিম্নে বর্ণনা করছে:

প্রথমত, অস্থাবর সম্পত্তি। এখানে মনে রাখতে হবে যে অস্থাবর সম্পত্তি/Movable Property, অর্থাৎ যা কিনা স্থানান্তর করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। চুরির ক্ষেত্রে চোরাইকৃত বস্তুটি যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা না যায় সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে না। যেমন কেউ যদি বলে যে আমার জমি চুরি করে নিয়ে গেছে, সে ক্ষেত্রে সেটি আদতে সম্ভব নয়। কারণ জমি হচ্ছে একটি স্থাবর সম্পত্তি, যেটি কিনা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। তদ্রূপ ভাবে কোন জমির উপর যদি এক বা একাধিক গাছ থাকে সেই ক্ষেত্রে ওই গাছ চুরি করতে হলে আগে গাছ কাটতে হবে তারপর সেটি চুরি করা সম্ভব। কেননা গাছ কাটার পূর্ব মুহূর্ত পর্যন্ত গাছ ভূমির সাথে সরাসরি সম্পৃক্ত যা কিনা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব নয়। এভাবে যে সকল সম্পত্তি বা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে, কেবলমাত্র সেই সকল বস্তু বা সম্পত্তি চুরি করা সম্ভব অর্থাৎ অস্থাবর সম্পত্তি চুরি হয়, স্থাবর সম্পত্তি চুরি করা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পেলাম চুরির প্রথম বা প্রাথমিক উপাদান হচ্ছে, চুরিকৃত বস্তু বা সম্পত্তিটি অস্থাবর হতে হবে যা কিনা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব।

দ্বিতীয়ত, সম্মতি। আপনার কোন অস্থাবর সম্পত্তি যখন আপনার সম্মতি নিয়ে কেউ সেটি স্থানান্তর করবে সেই ক্ষেত্রে সেটি কোন মতেই চুরি হতে পারে না; কেননা সেই ক্ষেত্রে আপনার সম্মতি রয়েছে। মালিকের সম্মতি নিয়ে মালিকের বিষয়বস্তু ব্যবহার করলে সেই ক্ষেত্রে সেটি কোনভাবেই অপরাধ তথা চুরি হতে পারে না. কিন্তু কোন অস্থাবর সম্পত্তির মালিকের সম্মতি বা অনুমতি ব্যতীত উক্ত সম্পত্তি অসাধু ভাবে গ্রহণ করার উদ্দেশ্যে স্থানান্তর করলে সেটি অবশ্যই চুরি বলে বিবেচিত হবে।

তৃতীয়ত, অসাধুভাবে। আপনার একটি স্থাবর সম্পত্তি কোন ব্যক্তি যদি কোন প্রকার অসাধু উপায় ব্যতীত আপনার অনুমতি ব্যতীত স্থানান্তর করে সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে না। কেননা আমরা জানি অপরাধ করার ক্ষেত্রে অপরাধ করার ইচ্ছা বা Mens rea বা দুষ্ট মন থাকা বাঞ্ছনীয়। অসাধুভাবে কোন ব্যক্তি যদি আপনার অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে। কিন্তু কোন ব্যক্তি যদি আপনার কোন অস্থাবর সম্পত্তি কোন প্রকার অসাধু উদ্দেশ্য ছাড়া ওই সম্পত্তিটি নিজের সম্পত্তি মনে করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, সেই ক্ষেত্রে সেটি কোন মতেই চুরি বলে বিবেচিত হবে না; কেননা এই ক্ষেত্রে অসাধু বা অসৎ উদ্দেশ্য ছিল না। ধরুন মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি একই রকম দেখতে আরেকজনের জুতা আপনার জুতা মনে করে পায়ে দিয়ে বাসায় চলে এসেছেন। অপরদিকে জুতার প্রকৃত মালিক আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল, সেই ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওই জুতা আপনি কোনো প্রকার অসাধু উদ্দেশ্য ছাড়া নিজের সম্পত্তি মনে করে স্থানান্তর করেছেন সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে না।

চতুর্থত, অন্যের দখল থেকে সম্পত্তি স্থানান্তর হতে হবে। অর্থাৎ কোন সম্পত্তি চুরি হতে হলে ওই সম্পত্তি অবশ্যই অন্যের দখল হতে স্থানান্তর করতে হবে। কারো দখল থেকে যদি স্থানান্তর করা না হয় তবে সেটি চুরি বলে গণ্য হবে না। ধরুন আপনার একটি মোবাইল ফোন আপনার বাসা বা কর্মস্থল থেকে কেউ একজন অসাধুভাবে স্থানান্তর করে ফেলল সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে। কিন্তু ওই একই মোবাইল ফোন যদি আপনি রাস্তায় হারিয়ে আসেন এবং কোন একজন ব্যক্তি আপনার সেই মোবাইল ফোনটি কুড়িয়ে পায় সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে না। বলা বাহুল্য সেটি অন্য কোন অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, যেমন যেই ব্যক্তি মোবাইল ফোনটি কুড়িয়ে পাবে সে যদি মালিকের খোঁজ না করে নিজেই ব্যবহার করা শুরু করে সে ক্ষেত্রে সেটি আত্মসাৎ হিসেবে গণ্য হবে, কিন্তু তারপরও সেটি চুরি বলে গণ্য হবে না। কেননা আপনার মোবাইল ফোন আপনার দখল থেকে স্থানান্তর করা হয় নি। তাই দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুযায়ী, চুরি হতে হলে সেটি কারো না কারো দখল থেকে অপসারণ বা স্থানান্তর হতে হবে।

পঞ্চমত, অপসারণ বা স্থানান্তর৷ যে অস্থাবর সম্পত্তি চুরি নিয়ে কথা হচ্ছে সেই অস্থাবর সম্পত্তিটি নিজ অবস্থান থেকে অপসারণ বা স্থানান্তর করতে হবে। কোন ব্যক্তি যদি আপনার কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আপনার সম্মতি ব্যতীত আপনার দখল থেকে চুরি করার মতলবে বসে থাকে কিন্তু ওই অস্থাবর সম্পত্তিটি স্থানান্তর না করায় তাহলে সেটি চুরি হিসেবে গণ্য হবে না। কেননা অপরাধ করার ইচ্ছাই কিন্তু অপরাধী হওয়ার জন্য যথেষ্ট নয়। একজন অপরাধীকে অবশ্যই অপরাধ-কর্মটি করার আগ পর্যন্ত অপরাধী বলা যাবে না। এখানে স্থানান্তর করার আগ পর্যন্ত যেহেতু অপরাধটি সংগঠনই হচ্ছে না সেহেতু  স্থানান্তর করা ব্যতীত বাকি সকল উপাদান থাকলেও তাকে চুরি বলে বিবেচনা করা যাবে না। বাকি চারটি উপাদানকে আমরা চুরির প্রিপারেশন বা প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করতে পারি কিন্তু প্রকৃত চুরি সংগঠনের জন্য অবশ্যই অস্থাবর সম্পত্তিটি অপসারণ বা স্থানান্তর হতে হবে৷

উপরে উল্লেখিত চুরির পাঁচটি উপাদানের মধ্যে কোন একটি উপাদান অনুপস্থিত থাকলে সেই ক্ষেত্রে সেটি চুরি বলে বিবেচিত হবে না। বরং, পরিস্থিতির বিবেচনায় সেটি অন্য কোন অপরাধ হলেও হতে পারে, কিন্তু চুরি বলে গণ্য হবে না। তাই এখন থেকে কোন চুরির ঘটনা শুনলে, জানলে বা দেখলে তখন চুরির এই উপাদান গুলো মিলিয়ে দেখবেন, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সেটি কি চুরি নাকি চুরি নয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা বলপূর্বক গ্রহণ নিয়ে আলোচনা করব এবং এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে ইনশাআল্লাহ দস্যুতা এবং ডাকাতি নিয়েও বিশদ আলোচনা করব, ধন্যবাদ।

close

Subscribe

Subscribe to get an inbox of our latest blog.