ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে: আইন কি বলছে?
পড়ন্ত বিকেলে হারুন বসেছিল পুরনো ডিভানে হেলান দিয়ে। জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা ধুলোমাখা আলোয় তার মুখের ক্লান্তি স্পষ্ট হয়ে উঠছিল। এক সময় এই বাড়ি ছিল হাসির শব্দে ভরা, এখন শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। হারুনের স্ত্রী রাবেয়া ছিল তার দুনিয়ার কেন্দ্র। বছর ছয়েক আগে হারুন যখন ধরেছিল রাবেয়ার হাত, তখন তাদের ছোট্ট স্বপ্ন ছিল, […]
আরো পড়ুন