বাবা/স্বামীর মৃত্যুর পর চাচা/দেবরদের দ্বারা বেদখল হলে করনীয় কি?
হাবিবের দাদার জমি হাবিবের বাবা ক্রয় করে নেয়। উক্ত কবলা দলিল আছে, জমা খারিজও করা আছে। এস এ খতিয়ান হাবিবের দাদার বাবার নামে আছে। বি এস খতিয়ান হাবিবের বাবার নামে আছে। হাবিবের বাবা মারা যায় তখন হাবিবেরা নানার বাড়িতে চলে যায়। সে জমি কিছু বছর চাষাবাদ করে হাবিবের মা। এখন ওই জমি হাবিবের চাচারা দখল […]