LF Exam অ্যাপে বার কাউন্সিল MCQ প্রিমিয়াম গ্রুপ যেভাবে কিনবেন

লিগ্যাল ফিস্ট এক্সাম

১০,০০০+ বার কাউন্সিল MCQ নিয়ে তৈরি হয়েছে দেশের অন্যতম আইন বিষয়ক এমসিউকিউ মডেল টেস্ট প্ল্যাটফর্ম LF Exam অ্যাপ। যেখানে বর্তমানে বার কাউন্সিলের ১০০ এর অধিক মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই হাজারো শিক্ষার্থী এই অ্যাপ ব্যবহার করছে এবং উপকৃত হচ্ছে। বিগত বছরের বার কাউন্সিলের প্রশ্নগুলো আপনি ফ্রি-তেই এই অ্যাপে পাচ্ছেন। পাশাপাশি বেশ সুলভ মূল্যেই এমসিকিউ মডেল টেস্ট দিতে পারছেন। বর্তমানে ১০টি পুর্ণাংগ এমসিকিউ সেট নিয়ে একেকটি প্রিমিয়াম গ্রুপ তৈরী করা হয়েছে। এই ১০টি এমসিকিউ সেটের মূল্য ৩০০/- টাকা অর্থাৎ মাত্র ৩০/- টাকা করে পড়ছে একেকটি মডেল টেস্ট।

প্রিমিয়াম গ্রুপে পুর্নাংগ মডেল টেস্টের পাশাপাশি বিষয়ভিত্তিক শর্ট এমসিকিউ পরীক্ষা দেওয়ারও অপশন রয়েছে । তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রিমিয়াম গ্রুপ অর্ডার করবেন এবং আপনার একাউন্টে চালু করবেন।

ধাপ- ০১

প্রথমেই আপনাকে Google Play Store থেকে LF Exam অ্যাপটি  ইন্সটল করে নিতে হবে।  এরজন্য আপনি গুগোল প্লে স্টোর ওপেন করে LF Exam লিখে সার্চ করুন অথবা এখানে ক্লিক করুন

Bar Council MCQ Question Bank

 

ধাপ – ০২

এবার আপনার মোবাইলে LF Exam অ্যাপটি ওপেন করে Sign in with Google বাটনে ক্লিক করুন। 

Bar Council MCQ Question Bank

 

ধাপ – ০৩

এখন আপনার জি-মেইল আইডি সিলেক্ট করে লগিন করুন।

Bar Council MCQ Question Bank

 

ধাপ – ০৪ 

স্বাগতম , আপনি এখন LF Exam অ্যাপে প্রবেশ করেছেন এবং হোম স্ক্রিনে রয়েছেন। এখান থেকে আপনি বার কাউন্সিল এমসিকিউ বাটনটি সিলেক্ট করুন।

Bar Council MCQ Question Bank

ধাপ – ০৫

স্ক্রিনে এখন বিগত বছরের প্রশ্নের একটি বাটন এবং প্রিমিয়াম গ্রুপগুলো লক করা অবস্থায় দেখতে পাচ্ছেন। এইগ্রুপ গুলো আনলক করতে হলে আপনাকে পেমেন্ট করে অর্ডার প্লেস করতে হবে। যে প্রিমিয়াম গ্রুপটি আপনি কিনতে সেখানে ক্লিক করুন।

Bar Council MCQ Question Bank

ধাপ – ০৬

আমি এখানে  প্রিমিয়াম গ্রুপ  ৬ ও ৭ সিলেক্ট করেছি। এবার অর্ডার করুন বাটন সিলেক্ট করবেন।

bar council mcq ques bank

ধাপ – ০৭

আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি। এবার আপনি স্ক্রিনে আপনার সিলেক্ট করা গ্রুপসমূহ এবং এর সর্বমোট মূল্য দেখতে পারবেন। আমি এখানে দুইটি প্রিমিয়াম গ্রুপ সিলেক্ট করেছি, যার সর্বমোট মূল্য ৬০০/- টাকা। যা আমাকে নিচে উল্লেখিত বিকাশ নম্বরে Send Money করতে হবে।

বিকাশে টাকা প্রেরণের পর, আপনি একটি ট্রান্সেকশন আইডি (TrxID) পাবেন। এবার যে নম্বর থেকে বিকাশ করেছেন সেটি এবং প্রাপ্ত ট্রান্সেকশন আইডি (TrxID) বক্স দুইটিতে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

bar council mcq ques bank

ব্যস! আপনার প্রিমিয়াম গ্রুপের অর্ডার প্লেস করে গেছে। এখন পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই আপনার প্রিমিয়াম গ্রুপটি চালু করে দেওয়া হবে। এছাড়া সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে আপনি LF Exam এর ফেসবুক পেইজে মেসেজ করতে পারবেন।  ফেসবুক পেইজের লিংকঃ https://www.facebook.com/ExamLF

Subscribe

Subscribe to get an inbox of our latest blog.

এই আর্টিকেলটি শেয়ার করুন

Picture of Advocate Chowdhury Tanbir Ahamed Siddique

Advocate Chowdhury Tanbir Ahamed Siddique

চৌধুরী তানবীর আহমেদ ছিদ্দিক আইন বিষয়ে স্নাতক (এলএল.বি) ও স্নাকোত্তর (এলএল.এম) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন অ্যাডভোকেট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি আইন বিষয়ে লেখালেখি চর্চা করে আসছেন। ( এই আর্টিকেল সম্বন্ধে আপনার কোন মতামত জানাতে, মোবাইল: 01882-689299, ই-মেইল: tanbiradvocate@gmail.com )
Picture of Advocate Chowdhury Tanbir Ahamed Siddique

Advocate Chowdhury Tanbir Ahamed Siddique

চৌধুরী তানবীর আহমেদ ছিদ্দিক আইন বিষয়ে স্নাতক (এলএল.বি) ও স্নাকোত্তর (এলএল.এম) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন অ্যাডভোকেট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি আইন বিষয়ে লেখালেখি চর্চা করে আসছেন। ( এই আর্টিকেল সম্বন্ধে আপনার কোন মতামত জানাতে, মোবাইল: 01882-689299, ই-মেইল: tanbiradvocate@gmail.com )

আরো পড়ুন

ব্ল্যাংক চেক নিয়ে প্রতারিত হচ্ছেন না তো?

অনলাইনে কেউ ভয়, বিরক্ত বা আক্রমণ করলে করণীয়

হানি ট্র্যাপ-মানি ট্র্যাপ: ভিকটিমের করনীয় কি?