Res Judicata

Res Judicata বা দোবারা দোষ নীতি

বিবিধ আইন

And Justice For All মুভিতে আমরা দেখেছিলাম যে, মামলার কোনো পক্ষই সত্য উদঘাটন বা ন্যায় বিচারের জন্য মামলা লড়ে না, বরং আইনজীবীদের মূল উদ্দেশ্য থাকে মামলায় জয়লাভ করে নিজের অবস্থানকে আরো শক্ত পোক্ত করা বা প্রমোশন পাওয়া। এটা আইনজীবীদের পেশা যদি এথিক্স বলে ন্যায় বিচারকেই মুখ্য করে দেখতে।
কিন্তু কিছু মামলাবাজ ভণ্ড আছে যারা প্রতিকার পাওয়া না-পাওয়ার উপর সন্তুষ্ট থাকে না, তারা শুধুমাত্র তাদের প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে একের পর এক মামলা করে থাকে, এই মামলাবাজরা কারো বিরুদ্ধে মামলা করলে ওই লোককে নিঃশেষ করে দেওয়া পর্যন্ত মামলা চালিয়ে যেতে থাকে, এই ধরনের ভণ্ডদেরকে কিভাবে ঠেকানো যায়, তাই নিয়েই আমাদের আজকের আলোচনা।

একটা বিষয় নিয়ে কেউ একজন আপনার বিরুদ্ধে মামলা করেছিল এবং মামলার পুরো কার্যক্রম পরিচালনা করার পরে দেখা গেল ওই ব্যক্তি মামলায় হেরে গিয়েছে আর আপনি জিতে গেলেন, মামলা শেষ হয়ে গেল, তার কিছুদিন পর দেখা গেল ওই ব্যক্তি একই বিষয় নিয়ে আপনার বিরুদ্ধে পুনরায় মামলা করল, যেহেতু একই বিষয় নিয়ে আপনার বিরুদ্ধে পূর্বে মামলা করে সে হেরে গিয়েছে তাহলে কেন একই বিষয় নিয়ে সে পুনরায় মামলা করবে?- আপনার মনে প্রশ্ন আসতে পারে।

জি, হ্যাঁ। একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে পূর্বে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে পুনরায় মামলা করা যাবে না। একবার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়া কোন মামলা পুনরায় বিচার করা যাবে না; এই যে নীতি তাকে বলা হয় রেস জুডিকাটা বা দোবারা দোষ। প্রাক সিদ্ধান্ত বা রেস জুডিকাটা অনুসরণ করে, কোন মামলা দায়ের করার সময় বাধা প্রদান করতে হলে, ২ টি শর্ত অনুসরণ করতে হবে।
প্রথমত, পূর্ববর্তী মামলা ও পরবর্তী মামলার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই হতে হবে।
দ্বিতীয়ত, পূর্ববর্তী মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। চূড়ান্তভাবে নিষ্পত্তি না হয়ে যদি মামলা চলমান থাকে সে ক্ষেত্রে পরবর্তী মামলা দায়েরে বাধা প্রদান করা যাবে না; কিন্তু দায়ের হওয়ার পরে বিচারে বাধা দেওয়া যাবে। অর্থাৎ মামলা স্থগিত করে রাখা যাবে, যাকে আমরা মামলা স্থগিত করণ নামে জানি। উল্লেখ্য রেস জুডিকাটা বা দোবারা দোষ, এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ১১ ধারায়। তবে মনে রাখার বিষয় হচ্ছে যে, একই বিষয়ে একটি পক্ষের মধ্যে কোন বিষয় পূর্বে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় আবার মামলা করার যে বাঁধা সেটি শুধুমাত্র দেওয়ানী মামলার ক্ষেত্রে নয়, বরং সেটি ফৌজদারি মামলার ক্ষেত্রে যেকোনো ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রেও প্রযোজ্য। রেস জুডিকাটা নিয়ে দেওয়ানী কার্যবিধির পাশাপাশি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪০৩ ধারা, সাক্ষ্য আইনের ৪০ ধারা, জেনারেল ক্লজেস এক্ট এর ২৬ ধারা এবং সকল আইনের মা তথা সংবিধানের ৩৫(২) আলোচনা করা হয়েছে। এমনকি বিদেশে যদি কোন আদালতে কোন বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে মামলা হয়ে থাকে সে ক্ষেত্রেও এই নীতি প্রয়োগ যোগ্য। অর্থাৎ, কোন ভাবে কোন বিষয় দিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে কোন মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেলে সেই সেই একই বিষয় নিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে কোন ভাবে পুনরায় মামলা দায়ের করা যাবে না।



রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি যদি না থাকতো তাহলে মামলাবাজরা না মানুষকে শান্তি দিতো, না আদালতকে শান্তি দিতো। তারা একই বিষয়বস্তু নিয়ে একই ব্যক্তিকে মামলার পর মামলা করে যেত আর আদালত যতবারই তার বিরুদ্ধে রায় দিতো সে পুনরায় আরেকটা মামলা করতে যেতো, বেহায়াপনার সর্বোচ্চ সীমায় চলে যেত। এমনিতেই মামলার জটের কারণে মানুষ ন্যায় বিচার পেতে পারছে না, তার উপর মামলাবাজরা যদি একই বিষয় নিয়ে একই পক্ষের বিরুদ্ধে বারংবার মামলা দায়ের করে যায় তাহলে তো আর ন্যায় বিচার দেখতে হবে না। কেননা একটা কথা আছে যে, Justice delay means justice deny. মামলার জটের কারণে বিচার পেতে কাল ক্ষেপণ হচ্ছে যা এক অর্থে ন্যায় বিচারকে অস্বীকার করা হচ্ছে।
আপনি কারো বিরুদ্ধে মামলা করেছেন, রায় আপনার বিরুদ্ধে গিয়েছে, যেতেই পারে। তাহলে আপনি কেন পুনরায় মামলা করবেন, আপনি পূর্বের রায়ের বিরুদ্ধে আপিল, রিভিউ, রিভিশন করুন। আপনি আদি আদালতের রায়ে অসন্তুষ্ট হলে আপিল, রিভিউ, রিভিশনের মাধ্যমে সেটিকে পুনরায় বিবেচনা করতে পারেন। কখনও কখনও একটি আদালত না হয় আপনার বিষয়বস্তু বা আপনার যুক্তি বুঝতে সক্ষম না হতে পারে বা আপনি উপস্থাপন করতে ব্যর্থ হতে পারে, তাই বলে উচ্চতর আদালতগুলো যে আপনার মামলার বিষয়বস্তু বা আপনার যুক্তি বুঝবে না, আপনার বিষয়বস্তুটা সঠিকভাবে মূল্যায়ন করবে না, তা কিন্তু নয়। এই কারণে একটি বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে একটিমাত্র মামলা দায়ের করা যাবে এবং সেই মামলাটি একেবারে সর্বোচ্চ আদালতে গিয়ে নিষ্পত্তি হতে পারে, প্রয়োজনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হবে। তারপরও চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাওয়া একই বিষয়ে ফ্রেস আরেকটি মামলা আপনি করতে পারবেন না, এমনকি আপনার বিরুদ্ধেও কেউ করতে পারবে না। করলেই বাঁধা হয়ে দাঁড়াবে দেওয়ানী কার্যবিধির ১১ ধারা তথা ‘রেস জুডিকাটা বা দোবারা দোষ’ নীতি।

তবে, কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ‘রেস জুডিকাটা বা দোবারা দোষ’ নীতি প্রয়োগ করা যাবে না।

  •  যদি পূর্ববর্তী মামলাটি না চালানোর জন্য খারিজ করা হয়।
  •  যদি পুনরায় আবার মামলাটি দায়ের করার শর্তে উঠিয়ে নেওয়া হয়।
  •  পূর্ববর্তী মামলাটি যদি গুনাগুণ বিচারে খারিজ না হয়ে খারিজ হয় অনুপস্থিতির জন্য।
close

Subscribe

Subscribe to get an inbox of our latest blog.