নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, প্রতিনিয়ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বা নিরাপত্তার বিঘ্ন ঘটলে, অর্থাৎ কোন অপরাধ সংগঠিত হলে তখন ফৌজদারি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত বা victim এর পক্ষে থাকে রাষ্ট্র এবং রাষ্ট্র নিজে বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাই দেখবেন বেশির ভাগ ফৌজদারি মামলার বাদী থাকে রাষ্ট্র এবং অনেকেই এজন্য রাষ্ট্র বাদী মামলা বলে থাকে। কিন্তু, দেওয়ানী মোকদ্দমার ক্ষেত্রে সাধারণত ব্যক্তির সাথে ব্যক্তির মোকদ্দমা হয়ে থাকে। যদি রাষ্ট্রের সাথে বিরোধ না থাকে তাহলে রাষ্ট্র সাধারণত দেওয়ানী মোকদ্দমার পক্ষ হয় না।
সাধারণত জমি সংক্রান্ত বিষয় যেমন সরকারি খতিয়ান অর্থাৎ এক নম্বর খতিয়ানে কোন ব্যক্তির সম্পত্তি এন্ট্রি হয়ে যায় বা সরকারের সঙ্গে কোন সম্পত্তির মালিকানা নিয়ে ব্যক্তি পর্যায়ে কারো কোনো বিরোধ থাকে, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা করা যায়। তাছাড়া, সরকার নিজেও কারো বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে পারে, যখন সেখানে দখল বা স্বত্ব সংক্রান্ত কোন বিরোধ থেকে থাকে। কিন্তু, যেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে সেক্ষেত্রে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে তবে থানার মাধ্যমে যদি মামলাটি করা হয়ে থাকে তাহলে সরকারি তেমন কোন খরচ দেওয়া লাগে না; পুলিশ নিজ দায়িত্বেই মামলাটি পরিচালনা করে থাকে।
কিন্তু যখন দেওয়ানী সংক্রান্ত কোন বিরোধ হয়ে থাকে এবং কারো যদি মোকদ্দমা পরিচালনা করার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে সে চাইলে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তো বটেই, সরকারী মাধ্যমেও আইনি সহায়তা পেতে পারেন।
প্রথমেই চলুন, সরকারী উপায় নিয়ে আলোচনা করা যাক; সেক্ষেত্রে আনন্দের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে যেমন আদালত রয়েছে, তেমনি প্রতিটি জেলাতেই অর্থাৎ প্রতিটি আদালতেই সরকারী লিগ্যাল এইড বা আইনি সহায়তা সেবা চালু রয়েছে, যেখানে আপনি বিনামূল্যে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার পাশাপাশি বিভিন্ন আইনি সেবা পেতে পারবেন।
আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ অনুযায়ী সরকার বিভিন্ন শ্রেণির মানুষদেরকে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এরমধ্যে সাধারণত যাদের বার্ষিক আয় ৬০০০ টাকার বেশি নয়, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া যারা কর্মক্ষম নয়, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন, অক্ষম মুক্তিযোদ্ধা, বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আর্থিক ভাবে অসচ্ছল, পাচারের শিকার নারী বা শিশু, এসিডদগ্ধ নারী বা শিশু ইত্যাদি অনেকগুলো যোগ্যতার মাধ্যমে আপনি বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
নিম্নে আমরা ৬৪ জেলা এবং সুপ্রিম কোর্টের সাথে শ্রম আদালতের লিগ্যাল এইডের ইমেইল ঠিকানার সাথে ফোন নম্বর দিয়ে রাখলাম। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী গার্মেন্টস সেক্টরের সাথে সম্পৃক্ত, যারা শ্রম আইনের অধীনে বিভিন্ন সুবিধা পেতে পারেন। তাদের যদি শ্রম আইন সংক্রান্ত কোন আইনি সহায়তা প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই নম্বরটিও দেওয়া রয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ করে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
জেলা | ইমেইল | ফোন নাম্বার |
ঢাকা | dhaka.dlao@nlaso.gov.bd | ০২৯৫৭৭৫৪৮ |
গাজীপুর | gazipur.dlao@nlaso.gov.bd | ০২৪৯২৭৩৩০৬ |
মুন্সীগঞ্জ | munshiganj.dlao@nlaso.gov.bd | ০২৭৬২০৭৯৭ |
নরসিংদী | narsingdi.dlao@nlaso.gov.bd | ০২৯৪৫২৪৩৭ |
মানিকগঞ্জ | manikganj.dlao@nlaso.gov.bd | ০২৭৭১০৫৬৯ |
কিশোরগঞ্জ | dlac.kishoreganj@gmail.com | ০৯৪১৬১০২৫ |
নারায়ণগঞ্জ | dlac.narayanganj@gmail.com | ০২৭৬৪৬১৬৮ |
ফরিদপুর | dlac.faridpur@gmail.com | ০৬৩১৬৬৫৫৬ |
নেত্রকোণা | dlac.netrokona@gmail.com | ০৫৯১৫১১৩৮৭ |
শরীয়তপুর | Legalaidofficeshariatpur@gmail.com | ০৬০১৫১৩১৮ |
জামালপুর | dlac.jamalpur@gmail.com | ০৯৮১৬৫১৭৪ |
রাজবাড়ী | dlac.rajbari@gmail.com | ০৬৪১৬৬০৮৫ |
মাদারীপুর | dlac.madaripur@gmail.com | ০৬৬১৬২৮০৮ |
গোপালগঞ্জ | gopalganj.dlao@nlaso.gov.bd | ০২৬৬৮১৬৫৩ |
পাবনা | dlac.pabna@gmail.com | ০৭৩১৬৩৫৯২ |
রাজশাহী | dlac.rajshahi@gmail.com | ০৭২১৭৭১৩৭৩ |
ময়মনসিংহ | dlac.moymonsingh@gmail.com | ০৯১-৬৬২৫৩ |
নাটোর | dlac.natore@gmail.com | ০৭৭১৬২০৪৯ |
নওগাঁ | naogaon.dlao@nlaso.gov.bd | ০৭৪১৮১৪০২ |
সিরাজগঞ্জ | dlac.sirajganj@gmail.com | ০৭৫১৬৫১৬৪ |
শেরপুর | dlac.sherpur@gmail.com | ০৯৩১৬২০৮৬ |
জয়পুরহাট | dlac.joypurhat@gmail.com | ০৫৭১৫১৩০৮ |
রংপুর | dlac.rangpur@gmail.com | ০৫২১৫৫৯৮২ |
নীলফামারী | dlac.nilfamari@gmail.com | ০৫৫১৬১৮৮২ |
গাইবান্ধা | dlac.gaibandha@gmail.com | ০৫৪১৫১৮০৫ |
কুড়িগ্রাম | dlac.korigram@gmail.com | ০৫৮১৬২০৫৫ |
লালমনিরহাট | dlac.lalmonirhat@gmail.com | ০৫৯১৬২৬০০ |
দিনাজপুর | dlac.dinajpur@gmail.com | ০৫৩১৬৬২২৭ |
ঠাকুরগাঁও | dlac.thakurgaon@gmail.com | ০৫৬১৫২৪৬২ |
পঞ্চগড় | dlac.ponchagor@gmail.com | ০৫৬৮৬২৩৬৮ |
খুলনা | dlac.khulna@gmail.com | ০২৪৭৭৭২৯৩৭০ |
সাতক্ষীরা | dlac.shatkhira@gmail.com | ০৪৭১৬৩৬৬২ |
বাগেরহাট | dlac.bagerhat@gmail.com | ০৪৬৮৬৪৩৬০ |
যশোর | dlac.jessore@gmail.com | ০২৪৭৮৮৫০১৫৫ |
ঝিনাইদহ | dlac.jinaidha@gmail.com | ০৪৫১৬১৬৬৬ |
মাগুরা | dlac.magura@gmail.com | ০৪৮৮৫১১৬২ |
নড়াইল | dlac.norail@gmail.com | ০৪৮১৬২৭৫৪ |
কুষ্টিয়া | dlac.kustia@gmail.com | ০৭১৬৩৩৪২ |
মেহেরপুর | dlac.meherpur@gmail.com | ০৭৯১৬২১০২ |
চুয়াডাঙ্গা | dlac.choadanga@gmail.com | ০৭৬১৮১০৬৮ |
বরিশাল | dlac.barisal@gmail.com | ০৪৩১৬২৭৬১ |
ভোলা | dlac.bhola@gmail.com | ০৪৯১৬১৬৪৪ |
ঝালকাঠি | jhalokati.dlao@nlaso.gov.bd | ০৪৯৮৬৩৩৯৪ |
পিরোজপুর | pirojpur.dlao@nlaso.gov.bd | ০৪৬১৬২৯১২ |
পটুয়াখালী | patuakhali.dlao@nlaso.gov.bd | ০৪৪১৬৫২৫৭ |
বরগুনা | barguna.dlao@nlaso.gov.bd | ০৪৪৮৫১২৯৩ |
টাঙ্গাইল | tangail.dlao@nlaso.gov.bd | ০৯২১৬১৬৩৭ |
চাঁদপুর | chandpur.dlao@nlaso.gov.bd | ০৮৪১৬৭৩১০ |
ব্রাহ্মণবাড়িয়া | brahmanbaria.dlao@nlaso.gov.bd | ০৮৫১৫৭২৫০ |
চাঁপাইনবাবগঞ্জ | dlac.chapai@gmail.com | ০৭৮১৫১৪৪৩০ |
লক্ষীপুর | lakshmipur.dlao@nlaso.gov.bd | ০৩৮১৬২১০৩ |
ফেনী | feni.dlao@nlaso.gov.bd | ০৩৩১৬১৫৫৫ |
কক্সবাজার | dlac.coxsbazar@gmail.com | ০৩৪১৬৪৬৯২ |
বান্দরবান | bandarban.dlao@nlaso.gov.bd | ০৩৬১-৬৩৩৫৩ |
খাগড়াছড়ি | dlac.khagrachari@gmail.com | ০৩৭১৬২৭৭০ |
রাঙ্গামাটি | dlac.ranggamati@gmail.com | ০৩৫১৬৩৮৬৯ |
সিলেট | dlac.sylhet@gmail.com | ০২৪১১০০০৪৬ |
মৌলভীবাজার | dlac.moulvibazar13@gmail.com | ০৮৬১৬৩৯৭০ |
হবিগঞ্জ | dlac.hobiganj@gmail.com | ০৮৩১৬৩৬১৬ |
সুনামগঞ্জ | dlac.sunamganj64@gmail.com | ০৮৭১৬২৬৫৩ |
বগুড়া | bogra.dlao@nlaso.gov.bd | ০৫১৬৭৬১১ |
চট্টগ্রাম | dlac.ctg@gmail.com | ০৩১৬৩১৮৪১ |
নোয়াখালী | dlac.noakhali@gmail.com | ০৩২১৭১৪৩০ |
কুমিল্লা | Comilla.dlac@gmail.com | ০৮১৬১৭৭৩ |
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড | supremecourt.la@nlaso.gov.bd
jakir@nlaso.gov.bd |
০১৭১৪৪০২৭৮৯
|
শ্রম আদালত লিগ্যাল এইড | labourcourtdhaka.la@nlaso.gov.bd
labourcourtctg.la@nlaso.gov.bd |
০১৭০১২৬৭৪৩০
|
এছাড়া, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে বিনা মূল্যে জাতীয় হেল্পলাইন কল সেন্টার ১৬৪৩০ নাম্বারে কল দিয়ে আইনি সেবা পেতে পারেন।
বিদেশ থেকে বিনা মূল্যে আইনি সহায়তা পাওয়া যাবে?
জি যাবে, +৮৮০৯১২৩১৬৪৩০ নাম্বারে ফোন করে বিদেশ থেকেও ফ্রিতে আইনি সেবা পেতে পারেন।
তাছাড়া, বিনামূল্যে আইনি পরামর্শের জন্য……
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’এ ফোন করুন ০১৭১৫২২০২২০ নাম্বারে।
আইন ও সালিশ কেন্দ্রে ফোন করুন ০১৭২৪৪১৫৬৭৭ নাম্বারে।
পরিশেষে, শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার অভাবে কেউ আইনি সেবা থেকে বঞ্চিত হবে, সেটি কখনোই কাম্য হয়। মানুষ যখন এলাকা ভিত্তিক সালিশ, প্রশাসন কোথাও কোন বিচার পায় না, তখনি আদালতের দ্বারস্থ হয় ন্যায় বিচারের জন্য। আজও মানুষ আইনের প্রতি বিশ্বাস রেখে কারো সাথে কোন বিরোধ হলে ন্যায় বিচারের আশায় বলে, I’ll see you in court, কিন্তু এই আস্থা যদি অর্থের অভাবে নষ্ট হয়ে যায় তাহলে আইন পুরোপুরিই বড়লোকের হাতের মোয়া হয়ে যাবে। তাই, যারা বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছেন, সবাই কোন না কোন ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবদান রাখছেন। তাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলেরই বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সেবা সুনিশ্চিত করতে সকলেরই এগিয়ে আসা উচিত।
উপরে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের বাহিরেও যদি কেউ বিনামূল্যে আইনি প্রদান করে থাকেন, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সম্পাদন করে তাদেরকে এই আর্টিকেলে অন্তর্ভুক্ত করে দিবো যাতে এক আর্টিকেলেই সবাই বিনামূল্যে আইনি সেবার সকলের তথ্য পেতে পারেন। ধন্যবাদ।
চৌধুরী তানবীর আহমেদ ছিদ্দিক আইন বিষয়ে স্নাতক (এলএল.বি) ও স্নাকোত্তর (এলএল.এম) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন অ্যাডভোকেট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি আইন বিষয়ে লেখালেখি চর্চা করে আসছেন।
( এই আর্টিকেলটি নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে, যোগাযোগ করুনঃ 01882-689299, ই-মেইল: tanbiradvocate@gmail.com )