বিনামূল্যে আইনি সেবা

দেশজুড়ে বিনামূল্যে আইনি সেবা পাবেন যেভাবে

বিবিধ আইন

নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, প্রতিনিয়ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বা নিরাপত্তার বিঘ্ন ঘটলে, অর্থাৎ কোন অপরাধ সংগঠিত হলে তখন ফৌজদারি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত বা victim এর পক্ষে থাকে রাষ্ট্র এবং রাষ্ট্র নিজে বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাই দেখবেন বেশির ভাগ ফৌজদারি মামলার বাদী থাকে রাষ্ট্র এবং অনেকেই এজন্য রাষ্ট্র বাদী মামলা বলে থাকে। কিন্তু, দেওয়ানী মোকদ্দমার ক্ষেত্রে সাধারণত ব্যক্তির সাথে ব্যক্তির মোকদ্দমা হয়ে থাকে। যদি রাষ্ট্রের সাথে বিরোধ না থাকে তাহলে রাষ্ট্র সাধারণত দেওয়ানী মোকদ্দমার পক্ষ হয় না।  

সাধারণত জমি সংক্রান্ত বিষয় যেমন সরকারি খতিয়ান অর্থাৎ এক নম্বর খতিয়ানে কোন ব্যক্তির সম্পত্তি এন্ট্রি হয়ে যায় বা সরকারের সঙ্গে কোন সম্পত্তির মালিকানা নিয়ে ব্যক্তি পর্যায়ে কারো কোনো বিরোধ থাকে, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা করা যায়। তাছাড়া, সরকার নিজেও কারো বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে পারে, যখন সেখানে দখল বা স্বত্ব সংক্রান্ত কোন বিরোধ থেকে থাকে। কিন্তু, যেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে সেক্ষেত্রে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে তবে থানার মাধ্যমে যদি মামলাটি করা হয়ে থাকে তাহলে সরকারি তেমন কোন খরচ দেওয়া লাগে না; পুলিশ নিজ দায়িত্বেই মামলাটি পরিচালনা করে থাকে।

কিন্তু যখন দেওয়ানী সংক্রান্ত কোন বিরোধ হয়ে থাকে এবং কারো যদি মোকদ্দমা পরিচালনা করার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে সে চাইলে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তো বটেই, সরকারী মাধ্যমেও আইনি সহায়তা পেতে পারেন।

প্রথমেই চলুন, সরকারী উপায় নিয়ে আলোচনা করা যাক; সেক্ষেত্রে আনন্দের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে যেমন আদালত রয়েছে, তেমনি প্রতিটি জেলাতেই অর্থাৎ প্রতিটি আদালতেই সরকারী লিগ্যাল এইড বা আইনি সহায়তা সেবা চালু রয়েছে, যেখানে আপনি বিনামূল্যে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার পাশাপাশি বিভিন্ন আইনি সেবা পেতে পারবেন।

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ অনুযায়ী সরকার বিভিন্ন শ্রেণির মানুষদেরকে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এরমধ্যে সাধারণত যাদের বার্ষিক আয় ৬০০০ টাকার বেশি নয়, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া যারা কর্মক্ষম নয়, বয়স্ক ভাতা পাচ্ছেন এমন, অক্ষম মুক্তিযোদ্ধা, বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আর্থিক ভাবে অসচ্ছল, পাচারের শিকার নারী বা শিশু, এসিডদগ্ধ নারী বা শিশু ইত্যাদি অনেকগুলো যোগ্যতার মাধ্যমে আপনি বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

নিম্নে আমরা ৬৪ জেলা এবং সুপ্রিম কোর্টের সাথে শ্রম আদালতের লিগ্যাল এইডের ইমেইল ঠিকানার সাথে ফোন নম্বর দিয়ে রাখলাম। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী গার্মেন্টস সেক্টরের সাথে সম্পৃক্ত, যারা শ্রম আইনের অধীনে বিভিন্ন সুবিধা পেতে পারেন। তাদের যদি শ্রম আইন সংক্রান্ত কোন আইনি সহায়তা প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই নম্বরটিও দেওয়া রয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ করে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

জেলা ইমেইল ফোন নাম্বার
ঢাকাdhaka.dlao@nlaso.gov.bd০২৯৫৭৭৫৪৮
গাজীপুরgazipur.dlao@nlaso.gov.bd০২৪৯২৭৩৩০৬
মুন্সীগঞ্জmunshiganj.dlao@nlaso.gov.bd০২৭৬২০৭৯৭
নরসিংদীnarsingdi.dlao@nlaso.gov.bd০২৯৪৫২৪৩৭
মানিকগঞ্জmanikganj.dlao@nlaso.gov.bd০২৭৭১০৫৬৯
কিশোরগঞ্জdlac.kishoreganj@gmail.com০৯৪১৬১০২৫
নারায়ণগঞ্জdlac.narayanganj@gmail.com০২৭৬৪৬১৬৮
ফরিদপুরdlac.faridpur@gmail.com০৬৩১৬৬৫৫৬
নেত্রকোণাdlac.netrokona@gmail.com০৫৯১৫১১৩৮৭
শরীয়তপুরLegalaidofficeshariatpur@gmail.com০৬০১৫১৩১৮
জামালপুরdlac.jamalpur@gmail.com০৯৮১৬৫১৭৪
রাজবাড়ীdlac.rajbari@gmail.com০৬৪১৬৬০৮৫
মাদারীপুরdlac.madaripur@gmail.com০৬৬১৬২৮০৮
গোপালগঞ্জgopalganj.dlao@nlaso.gov.bd০২৬৬৮১৬৫৩
পাবনাdlac.pabna@gmail.com০৭৩১৬৩৫৯২
রাজশাহীdlac.rajshahi@gmail.com০৭২১৭৭১৩৭৩
ময়মনসিংহdlac.moymonsingh@gmail.com০৯১-৬৬২৫৩
নাটোরdlac.natore@gmail.com০৭৭১৬২০৪৯
নওগাঁnaogaon.dlao@nlaso.gov.bd০৭৪১৮১৪০২
সিরাজগঞ্জdlac.sirajganj@gmail.com০৭৫১৬৫১৬৪
শেরপুরdlac.sherpur@gmail.com০৯৩১৬২০৮৬
জয়পুরহাটdlac.joypurhat@gmail.com০৫৭১৫১৩০৮
রংপুরdlac.rangpur@gmail.com০৫২১৫৫৯৮২
নীলফামারীdlac.nilfamari@gmail.com০৫৫১৬১৮৮২
গাইবান্ধাdlac.gaibandha@gmail.com০৫৪১৫১৮০৫
কুড়িগ্রামdlac.korigram@gmail.com০৫৮১৬২০৫৫
লালমনিরহাটdlac.lalmonirhat@gmail.com০৫৯১৬২৬০০
দিনাজপুরdlac.dinajpur@gmail.com০৫৩১৬৬২২৭
ঠাকুরগাঁওdlac.thakurgaon@gmail.com০৫৬১৫২৪৬২
পঞ্চগড়dlac.ponchagor@gmail.com০৫৬৮৬২৩৬৮
খুলনাdlac.khulna@gmail.com০২৪৭৭৭২৯৩৭০
সাতক্ষীরাdlac.shatkhira@gmail.com০৪৭১৬৩৬৬২
বাগেরহাটdlac.bagerhat@gmail.com০৪৬৮৬৪৩৬০
যশোরdlac.jessore@gmail.com০২৪৭৮৮৫০১৫৫
ঝিনাইদহdlac.jinaidha@gmail.com০৪৫১৬১৬৬৬
মাগুরাdlac.magura@gmail.com০৪৮৮৫১১৬২
নড়াইলdlac.norail@gmail.com০৪৮১৬২৭৫৪
কুষ্টিয়াdlac.kustia@gmail.com০৭১৬৩৩৪২
মেহেরপুরdlac.meherpur@gmail.com০৭৯১৬২১০২
চুয়াডাঙ্গাdlac.choadanga@gmail.com০৭৬১৮১০৬৮
বরিশালdlac.barisal@gmail.com০৪৩১৬২৭৬১
ভোলাdlac.bhola@gmail.com০৪৯১৬১৬৪৪
ঝালকাঠিjhalokati.dlao@nlaso.gov.bd০৪৯৮৬৩৩৯৪
পিরোজপুরpirojpur.dlao@nlaso.gov.bd০৪৬১৬২৯১২
পটুয়াখালীpatuakhali.dlao@nlaso.gov.bd০৪৪১৬৫২৫৭
বরগুনাbarguna.dlao@nlaso.gov.bd০৪৪৮৫১২৯৩
টাঙ্গাইলtangail.dlao@nlaso.gov.bd০৯২১৬১৬৩৭
চাঁদপুরchandpur.dlao@nlaso.gov.bd০৮৪১৬৭৩১০
ব্রাহ্মণবাড়িয়াbrahmanbaria.dlao@nlaso.gov.bd০৮৫১৫৭২৫০
চাঁপাইনবাবগঞ্জdlac.chapai@gmail.com০৭৮১৫১৪৪৩০
লক্ষীপুরlakshmipur.dlao@nlaso.gov.bd০৩৮১৬২১০৩
ফেনীfeni.dlao@nlaso.gov.bd০৩৩১৬১৫৫৫
কক্সবাজারdlac.coxsbazar@gmail.com০৩৪১৬৪৬৯২
বান্দরবানbandarban.dlao@nlaso.gov.bd০৩৬১-৬৩৩৫৩
খাগড়াছড়িdlac.khagrachari@gmail.com০৩৭১৬২৭৭০
রাঙ্গামাটিdlac.ranggamati@gmail.com০৩৫১৬৩৮৬৯
সিলেটdlac.sylhet@gmail.com০২৪১১০০০৪৬
মৌলভীবাজারdlac.moulvibazar13@gmail.com০৮৬১৬৩৯৭০
হবিগঞ্জdlac.hobiganj@gmail.com০৮৩১৬৩৬১৬
সুনামগঞ্জdlac.sunamganj64@gmail.com০৮৭১৬২৬৫৩
বগুড়াbogra.dlao@nlaso.gov.bd০৫১৬৭৬১১
চট্টগ্রামdlac.ctg@gmail.com০৩১৬৩১৮৪১
নোয়াখালীdlac.noakhali@gmail.com০৩২১৭১৪৩০
কুমিল্লাComilla.dlac@gmail.com০৮১৬১৭৭৩
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডsupremecourt.la@nlaso.gov.bd 

jakir@nlaso.gov.bd

০১৭১৪৪০২৭৮৯

 

শ্রম আদালত লিগ্যাল এইডlabourcourtdhaka.la@nlaso.gov.bd

labourcourtctg.la@nlaso.gov.bd

০১৭০১২৬৭৪৩০    

 

 

এছাড়া, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে বিনা মূল্যে জাতীয় হেল্পলাইন কল সেন্টার ১৬৪৩০ নাম্বারে কল দিয়ে আইনি সেবা পেতে পারেন। 

বিদেশ থেকে বিনা মূল্যে আইনি সহায়তা পাওয়া যাবে?

জি যাবে, +৮৮০৯১২৩১৬৪৩০ নাম্বারে ফোন করে বিদেশ থেকেও ফ্রিতে আইনি সেবা পেতে পারেন।

তাছাড়া, বিনামূল্যে আইনি পরামর্শের জন্য……

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’এ ফোন করুন ০১৭১৫২২০২২০ নাম্বারে।

আইন ও সালিশ কেন্দ্রে ফোন করুন ০১৭২৪৪১৫৬৭৭ নাম্বারে।

পরিশেষে, শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার অভাবে কেউ আইনি সেবা থেকে বঞ্চিত হবে, সেটি কখনোই কাম্য হয়। মানুষ যখন এলাকা ভিত্তিক সালিশ, প্রশাসন কোথাও কোন বিচার পায় না, তখনি আদালতের দ্বারস্থ হয় ন্যায় বিচারের জন্য। আজও মানুষ আইনের প্রতি বিশ্বাস রেখে কারো সাথে কোন বিরোধ হলে ন্যায় বিচারের আশায় বলে, I’ll see you in court, কিন্তু এই আস্থা যদি অর্থের অভাবে নষ্ট হয়ে যায় তাহলে আইন পুরোপুরিই বড়লোকের হাতের মোয়া হয়ে যাবে। তাই, যারা বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছেন, সবাই কোন না কোন ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবদান রাখছেন। তাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলেরই বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সেবা সুনিশ্চিত করতে সকলেরই এগিয়ে আসা উচিত।

উপরে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের বাহিরেও যদি কেউ বিনামূল্যে আইনি প্রদান করে থাকেন, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সম্পাদন করে তাদেরকে এই আর্টিকেলে অন্তর্ভুক্ত করে দিবো যাতে এক আর্টিকেলেই সবাই বিনামূল্যে আইনি সেবার সকলের তথ্য পেতে পারেন। ধন্যবাদ।

close

Subscribe

Subscribe to get an inbox of our latest blog.